চুনারুঘাটে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা : বৃদ্ধ নিহত

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২১

চুনারুঘাটে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা : বৃদ্ধ নিহত

চুনারুঘাট সংবাদদাতা
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় আবু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার আহমদাবাদ ইউনিয়নের রানীরকোর্ট গ্রামের মৃত আমজাদ শেখের ছেলে। এ ঘটনায় জড়িত একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

 

 

নিহত আবু মিয়ার ছেলে আব্দুল করিম জানান, স্থানীয় ফজলু মিয়া নামের একজনের ফিশারিতে মাটি কাটা নিয়ে আবু মিয়ার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এ নিয়ে স্থানীয় মুরব্বিরা মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে রানীরকোর্ট বাজারে একটি সালিশ বৈঠকের আয়োজন করেন।

 

 

সালিশ বৈঠকে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি নিয়ে সংঘর্ষ বাঁধলে আবু মিয়াসহ ৩ জন আহত হন। গুরুতর আহত আবু মিয়াকে দ্রুত প্রথমে চুনারুঘাট ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে বুধবার (২১ এপ্রিল) সকালে আবু মিয়া মারা যান।

 

 

এ খবর বুধবার সকালে জানাজানি হলে ঘটনাস্থলে যায় চুনারুঘাট থানার পুলিশ। তারা আলমগীর হোসেন (২৫) নামের একজনকে গ্রেপ্তার করে।

 

 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও মামলা দায়ের হয়নি। পুলিশ অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর