ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২১
মাধবপুর সংবাদদাতা
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুরে গাড়ি চাপায় তাহির মিয়া নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (২১ এপ্রিল) সকালে উপজেলার শাহপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত তাহির মিয়া হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ ‘বড় বাড়ি’র আব্দুর রশিদের ছেলে। তিনি সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিজয়নগর পল্লী বিদ্যুৎ অফিসের মিটাররিডার হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, তাহির মিয়া ও তার এক বন্ধু বুধবার সকালে মোটরসাইকেল-যোগে তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে শাহপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাহির মিয়া মারা যান।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech