চুনারুঘাটে গাড়ি উল্টে শ্রমিক নিহত

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২১

চুনারুঘাটে গাড়ি উল্টে শ্রমিক নিহত

হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের চুনারুঘাটে ইটভাঙার কাজ করতে গিয়ে মেশিন বহনকারী গাড়ি উল্টে আনোয়ার হোসেন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

 

 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন উপজেলার সাটিয়াজুরি গ্রামের শাহিদ মিয়ার ছেলে।

 

 

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আনোয়ার হোসেন ইটভাঙার মেশিন বহনকারী গাড়িযোগে শ্রমিকদের সঙ্গে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় কৃষ্ণপুর এলাকায় তাদের বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

চুনারুঘাট থানার ওসি আশরাফ উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর