ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১
বিজয়ের কণ্ঠ ডেস্ক
ছুটিতে এসে আটকে পড়া বাহরাইন ও কুয়েত প্রবাসীদের কাজে ফেরাতে ফ্লাইট চালু হচ্ছে। আন্তমন্ত্রণালয়ের সভায় আগামী রবিবার (২৫ এপ্রিল) থেকে ফ্লাইট চালুর অনুমতি দিতে সুপারিশ করা হয়।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে আন্তমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী সভায় উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়, বাহরাইন ও কুয়েতের উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী কর্মী আটকে আছেন। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। তাই ২৫ এপ্রিল থেকে কুয়েত ও বাহরাইন রুটের বাণিজ্যিক ফ্লাইটগুলো চলাচলের অনুমতি দেওয়া যেতে পারে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech