ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, মে ১১, ২০২১
ফাইল ছবি
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবলে আগুনে পুড়ে ছাই হয়েছে অন্তত ১৫টি দোকান ও বাসাবাড়ি। সোমবার রাত ১১টায় বাহুবল বাজারের হাসপাতাল সংলগ্ন এলাকার মুল্লুক চান বিবি কমপ্লেক্সে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা সুত্রে জানা যায়, মুল্লুক চান বিবি কমপ্লেক্সে মার্কেটে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। পরে আগুণের লেলিহান শিখা মুহূর্তের মধ্যেই কমপ্লেক্সের চার দিকে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫টি দোকান ও বাসার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, তাদের প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছার পর ঘন্টাখানেকের চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনেন। সম্ভবত বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার, নবীগঞ্জ বাহুবল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, বাহুবল মডেল থানার (ওসি) মো. কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech