আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, মে ১১, ২০২১

আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

আজমিরীগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কামাল মিয়া (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ২০ জন। আহতদের মধ্যে ৫ জনকে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাহেলা গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত কামাল মিয়া ওই গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে।

 

আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল জানান, আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে গ্রামের লোকজন দুই গ্রুপে বিভক্ত হয়ে যায়। এক গ্রুপের নেতৃত্ব দেন ইয়াকুব মিয়া ও এক গ্রুপের শের আলী। বিভিন্ন বিষয় নিয়ে দুই গ্রুপের মধ্যে মামলা-মোকদ্দমাও রয়েছে।

 

সোমবার বিকেলে খলায় ধান শুকানোকে কেন্দ্র করে ইয়াকুব মিয়া ও শের আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে উপস্থিত লোকজন বিষয়টি সমাধান করে দেন।

 

মঙ্গলবার সকালে আবারও দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন। এতে ঘটনাস্থলেই কামাল মিয়া মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন। আহতদের মধ্যে ৫ জনকে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, সোমবার দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে আজমিরীগঞ্জ থানায় খবর দেয়া হয়। কিন্তু পুলিশ বিষয়টি আমলে নেয়নি। তাদের দাবি তখন পুলিশ ভূমিকা রাখলে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে না।

 

বিষয়টি সম্পর্কে জানতে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলামকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর