ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, মে ১১, ২০২১
চুনারুঘাট সংবাদদাতা
হবিগঞ্জের চুনারুঘাটে ৪৪০ পিস ইয়াবাসহ মো. মমিনুল হক তালুকদার (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১০ মে) দুপুরে চুনারুঘাট উপজেলার মিরাশী এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৯ এর একটি দল ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।
সে উপজেলার গাতাবলা এলাকার মো. আব্দুল কুদ্দুস তালুকদারের ছেলে।
মঙ্গলবার (১১ মে) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর সৌরভ মো. অসীম শাতিল এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) একে এম কামরুজ্জামানের নেতৃত্বে হবিগঞ্জের চুনারুঘাট থানার মিরাশী এলাকায় অভিযান চালায়। এই সময় ৪৪০ পিস ইয়াবা জব্দসহ পেশাদার মাদক কারবারি মো. মমিনুল হক তালুকদারকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী স্থানীয় থানায় মাদক আইনে তার বিরুদ্ধে মামলা করেছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech