বাহুবলে গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মে ২৯, ২০২১

বাহুবলে গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

বাহুবল সংবাদদাতা
হবিগঞ্জের বাহুবল থেকে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে বাহুবল সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃতরা হচ্ছে বাহুবল উপজেলার মো. আলী হোসেন (৩০), চুনারুঘাট উপজেলার মো. বাচ্চু মিয়া (৩০) ও বাহুবল উপজেলার মো. জাহির মিয়া (৩২)।

 

শুক্রবার র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে।

 

র‌্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার বাহুবল থানার ৪নম্বর বাহুবল সদর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। অভিযানকালে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, একটি প্রাইভেট কার একটি মোটরসাইকেল জব্দসহ পেশাদার মাদক ব্যবসায়ী মো. আলী হোসেন, মো. বাচ্চু মিয়া ও মো. জাহির মিয়াকে গ্রেপ্তার করা হয়।

 

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর