ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জুন ২, ২০২১
নবীগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের নবীগঞ্জে পর্ণোগ্রাফি আইনে করা মামলায় জাকির হোসেন সোহাগ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৯। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে শায়েস্তাগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সোহাগ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঁঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের মো. মোতাব্বির হোসেনের পুত্র এবং গ্রেপ্তার সোহাগ হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য বলে জানা গেছে। পরে তাকে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।
জানা যায়, জাকির হোসেন সোহাগ যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন রূপে মেয়েদের সাথে প্রতারণা করে আসছিল। মেয়েদের সাথে প্রতারণা করাই তার মূল পেশা। এমনকি যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বেশ কয়েকটি আইডিও রয়েছে। আপত্তিকর ভিডিও গোপনে ধারণ করে সামাজিক মর্যাদাহানী এবং ভয়ভীতির মাধ্যমে মানসিকভাবে নির্যাতনের অভিযোগ এনে এক নারী নবীগঞ্জ থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার এসআই মৃদুল ভৌমিক। তিনি জানান, সোহাগকে বুধবার সকালে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech