শায়েস্তাগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জুন ১৬, ২০২১

শায়েস্তাগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

শায়েস্তাগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম ও ভোক্তাধিকার অধিদপ্তর হবিগঞ্জের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা পৌর এলাকার বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

এসময় রিফাত বেকারিকে ৩০ হাজার টাকা, কালাম চানাচুর ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা ও ফরহাদ স্টোরকে ৪০ হাজার টাকা করে মোট তিনটি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

 

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন ভোক্তাধিকার আইন লঙ্ঘন করায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর