আজমিরীগঞ্জে সন্ধ্যার পরে লকডাউন উধাও

প্রকাশিত: ৪:০১ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২১

আজমিরীগঞ্জে সন্ধ্যার পরে লকডাউন উধাও

আজমিরীগঞ্জ প্রতিনিধি
আজমিরীগঞ্জ বাজারে লকডাউন-স্বাস্থবিধী নিয়ে একরকম লুকোচুরি খেলা চলছে। চলমান লকডাউনে প্রশাসন প্রতিদিন স্বাস্থবিধী অমান্য করায় একাধিক জরিমানাসহ শাস্তি প্রদান করছে। এত কড়াকড়ি অভিযানের পরও আজমিরীগঞ্জ সদর বাজারে লকডাওন না মানার প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসন বাজারে অভিযান চালানোর সময় সবাইকে সবধরনের বিধিনিষেধ মানতে দেখা যায়। অভিযান শেষ করে প্রশাসন বাজার ত্যাগ করার পরপরই লকডাউন কোথায় জানি চলে যায়। লকডাউন না মানার প্রবণতাটা বিশেষভাবে সন্ধার পরে বেশি পরিলক্ষিত হয়। জরুরী পণ্যের দোকানপাট সময়নুযায়ী খোলা থাকার আইন থাকলেও কাপড়ের দোকান, কসমেটিকসসহ প্রায় সব ধরনের দোকানপাঠই রাত ১০-১১ টা পর্যন্তই খোলা থাকে।

 

অধিকাংশ মানুষের মুখেই মাস্ক না থাকাসহ করোনা নিয়ে কটাক্ষ করে কথাবার্তা বলতে দেখা যায়।

 

কোন কোন দোকানদারের সাথে লকডাউনের সময় দোকান কেন খুলা রাখেন জানতে চাইলে স্থানীয় কিছু পাতিনেতার রেফারেন্স দিয়া বলেন, অমুক ভাই দোকান খোলা রাখতে বলছে, কিছু হলে ভাই সামাল দিবো।

 

আজমিরীগঞ্জের সচেতন মহল সন্ধ্যার পরে এইরকম লকডাওন না মানাসহ স্বাস্থবিধী অমান্যের ব্যাপারটি খুব বিপদের সহিত দেখছেন, অনেকেই আজমিরীগঞ্জে অদূর ভবিষ্যতে করোনা মহামারীর ভয়ন্কর রূপ দেখা যাবে বলে ভবিষ্যৎ বাণী করছেন। তারা দিনে অভিযানের পাশাপাশি রাতেও প্রশাসন অভিযান অব্যহত রাখার আহব্বান জানান।

 

সন্ধ্যার পরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা নিয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খানের বক্তব্য নিতে বার বার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে উনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর