ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২১
বাহুবল সংবাদদাতা
হবিগঞ্জের বাহুবলে মর্ডান ব্রিক ফিল্ডের টয়লেট থেকে সুজেল মিয়া (২৪) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোহেব মিয়া (১৮) নামে এক শ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে বাহুবল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত সুজেল মিয়া উপজেলার মিরপুর ইউনিয়নের মির্জাটুটা গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
পুলিশ জানায়, নিহত সুজেল মিয়ার দীর্ঘ ১০ বছর ধরে ওই ব্রিক ফিল্ডে শ্রমিকের কাজ করে আসছে। শুক্রবার সকালে অন্য শ্রমিকরা টয়লেটে গিয়ে দেখতে পায় সুজেলের মরদেহ পড়ে রয়েছে। পরে বাহুবল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠায়।
নিহত সুজেলের ছোট ভাই সোহাগ মিয়া বলেন, আমার ভাইকে রাতে হত্যা করে টয়লেটে ফেলে দেয়া হয়েছে। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্ডাণ ব্রিক ফিল্ডের টয়লেট থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech