মাধবপুরে নারীর মরদেহ হউদ্ধার

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২১

মাধবপুরে নারীর মরদেহ হউদ্ধার

মাধবপুর সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুরে শাহেরা খাতুন (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার গোপালপুর গ্রামে একটি ডুবা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহেরা খাতুন গোপালপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী।

 

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ বলেন, রোববার সকালে গ্রামবাসী ওই নারীর মরদেহ একটি ডুবায় ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

 

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম বলেন, তার মুখ থেকে রক্ত বের হচ্ছিল। গালে দাগ রয়েছে। পুলিশের ধারনা দুর্বৃত্তরা তাকে খুন করে ডুবায় ফেলে দেয়। এখন পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ দেয়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর