ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২১
আজমিরীগঞ্জ প্রতিনিধি
আজমিরীগঞ্জে সদ্য বিদায়ী নির্বাহী অফিসার (ইউএনও) মতিউর রহমান খাঁন এবং সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশকে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার রাত ৮টায় আজমিরীগঞ্জ উপজেলা কমপ্লেক্সের অফিসার্স ক্লাবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এই সংবর্ধনা প্রদান করা হয়।
বিদায়ী নির্বাহী অফিসার (ইউএনও) মতিউর রহমান খাঁন এবং সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন দৈনিক খোলা কাগজ এবং দৈনিক একাত্তরের কথার আজমিরীগঞ্জ প্রতিনিধি এনামুল হক মিলাদ এবং দৈনিক শ্যামল সিলেট, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার আজমিরীগঞ্জ প্রতিনিধি সেন্টু আহমেদ জিহান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নবাগত সহকারী কমিশনার (ভুমি) শফিকুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী, আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,এলজিডির সহকারী প্রকৌশলী শাকিল আহমেদ, মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান, সমবায় কর্মকর্তা দেবাশীষ দাস, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান প্রমুখ।
এ সময় উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের আজমিরীগঞ্জ প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন বনিক,দৈনিক গণকন্ঠের আজমিরীগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এবায়দুর রহমান রাসেল,প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, দৈনিক প্রভাকরের আজমিরীগঞ্জ প্রতিনিধি মিলন মাহমুদ, দৈনিক আমার হবিগঞ্জের আজমিরীগঞ্জ প্রতিনিধি দিলোয়ার হোসেন,দৈনিক হবিগঞ্জের সময়ের আজমিরীগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান রিয়াদ, দৈনিক বিজয়ের কণ্ঠের আজমিরীগঞ্জ প্রতিনিধি রাইসুল ইসলাম নাঈম,দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার আজমিরীগঞ্জ প্রতিনিধি এস কে কাউসার আহমেদ,দৈনিক হবিগঞ্জের জননীর প্রতিনিধি রুজেল আহমেদ প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech