আজমিরীগঞ্জ ভিমরুলের কামড়ে দম্পতির মৃত্যু

প্রকাশিত: ২:৫৫ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২১

আজমিরীগঞ্জ ভিমরুলের কামড়ে দম্পতির মৃত্যু

আজমিরীগঞ্জ প্রতিনিধি
আজমিরীগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডে (আজিমনগর জুম্মা হাঁটি) ভিমরুলের কামড়ে আবুল মিয়া (৮০) ও অজুতন বেগম(৫৫) নামে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে অনুমান ৩টায় বাড়ির সামনে গাছের ডালে ঝুঁলে থাকা ভিমরুলের বাসা থেকে কিছু ভিমরুল আবুল মিয়ার বসত ঘরে ঢুকে তাকে ও তার স্ত্রকে উপর্যুপরি কামড়াতে থাকে। আবুল মিয়া অসুস্থ থাকায় তার স্ত্রী অজুতন বেগমের সুর চিৎকার করে তখন আশে পাশের লোকজন এসে আবুল মিয়া ও অজুতন বেগম কে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় সাথে সাথে আবুল মিয়া ও অজুতন বেগমকে হবিগঞ্জে প্রেরণ করে। আবুল মিয়ার আত্মীয় স্বজনরা কেউ না থাকায় হবিগঞ্জে নেওয়া সম্ভব হয়নি।

 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, স্বাস্থ কমপ্লেক্সে আসার পর আমরা দেখতে পাই একাধিক বিষাক্ত ভিমরুলের কামড়ের ফলে অতিরিক্ত বিষক্রিয়ার সৃষ্টি হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা প্রদান করে উনাদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করার জন্য ছাড়পত্র দেই। কিন্তু উনারা যেতে রাজি না হওয়ায় আমরা উনাদের সাক্ষর রেখে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে রেখে চিকিৎসা প্রদান করি। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় আবুল মিয়া মৃত্যুবরণ করেন। রাত ২টার দিকে আবুল মিয়ার স্ত্রী অজুতন বেগম অবস্থার অবনতির দিকে যায়। তখনও আমরা উনাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করার কথা বলি কিন্তু তাদের কোন আত্মীয় স্বজন না থাকায় কেউ তেমন সাড়া দেননি। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় অজুতন বেগম মৃত্যুবরণ করেন। বিষয়টি আমি আজমিরীগঞ্জ থানায় অবগত করেছি।

 

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম জানানর খবর পেয়ে আমরা ঘঠনাস্থলে যাই এবং সরজমিনে তদন্তে ঘঠনার সত্যতা পাওয়া যায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর