ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১
আজমিরীগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের আজমিরীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এর উদ্বোধন উপলক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা সালেহা সুমী, মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ।
এ সময় বক্তারা আজমিরীগঞ্জসহ সমগ্র দেশে মৎস্য সম্পদের অগ্রগতি সম্পর্কে সার্বিক চিত্র তুলে ধরেন। এছাড়াও মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনের প্রতিদিনের কর্মসুচির বিষয়েও আলোচনা করেন বক্তারা।
এ সময় উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন বনিক, সাবেক সাধরণ সম্পাদক ও গণকণ্ঠের প্রতিনিধি এবায়দুর রহমান রাসেল, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি এনামুল হক মিলাদ, হবিগঞ্জ সময়ের প্রতিনিধি হাবিবুর রহমান রিয়াদ, আমার হবিগঞ্জের প্রতিনিধি দিলোয়ার হুসেন, বিজয়ের কণ্ঠের প্রতিনিধি রাইসুল ইসলাম নাঈম প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech