আশ্বাস আছে, বাস্তবায়ন নেই
আজমিরীগঞ্জের বদলপুরে কাঁচা রাস্তার বেহাল দশা

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১

<span style='color:#077D05;font-size:19px;'>আশ্বাস আছে, বাস্তবায়ন নেই</span> <br/> আজমিরীগঞ্জের বদলপুরে কাঁচা রাস্তার বেহাল দশা

রাইসুল ইসলাম নাঈম, আজমিরীগঞ্জ
আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গ্রামীণ রাস্তা, পাহাড়পুর-আজমিরীগঞ্জ রাস্তা হতে মহিলা মার্কেট পর্যন্ত এবং পুরাতন ইউনিয়ন পরিষদ থেকে মামুদপুর, মাটিয়াখাড়া, সুনামপুর, উদয়পুর রাস্তা পাকাকরণ না হওয়াতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় এলাকার কয়েক সহস্রাধিক মানুষ।

 

রাস্তাগুলোর অবস্থা বেহাল দশায় পরিণত হয়েছে। প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই কাঁচা রাস্তাগুলো পাকাকরণ না হওয়াতে এলাকাবাসীর দুর্ভোগের যেন শেষ নেই। সামান্য বৃষ্টি হলে কাঁদা পানিতে চলাচলকারী মানুষকে জনদুর্ভোগের শিকার হতে হচ্ছে। ফলে যানবাহন তো দূরের কথ,া মানুষের পায়ে হেঁটে চলতেও পোহাতে হয় নানান ভোগান্তি। এ কাঁচা রাস্তাগুলো সংস্কারের কোনো পদক্ষেপ না থাকায় নিয়মিত চরম ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী।

 

বর্ষার মৌসুমে এ রাস্তাগুলোর করুণ অবস্থা দেখার যেন কেউ নেই। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রায় দশ সহস্রাধিক মানুষের চলাচল এ সড়কে। বেহাল দশার কারণে বর্তমানে মারাত্মক ঝুঁকি নিয়ে এই সড়কগুলো দিয়ে স্থানীয় জনসাধারণ চলাচল করছেন। অন্যদিকে এলাকার মানুষের শিক্ষা, চিকিৎসা, চাকরি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এ সড়কগুলো অতি গুরুত্বপূর্ণ। সড়কগুলো দীর্ঘদিন থেকে পাকাকরণের দাবি স্থানীয় এলাকাবাসীর।

 

স্থানীয় বাসিন্দারা জানান, কাঁচা রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বৃষ্টির ফোটা পড়ার পরেই কাঁদা পানিতে একাকার হয়ে যায়। প্রচণ্ড এ কাঁদায় চলতে গিয়ে অনেকেই পা পিছলে পড়ে গিয়ে গন্তব্যে যাবার আগেই বাড়িতে ফিরে আসতে বাধ্য হন। শিক্ষার্থীরা সময় মতো স্কুল কলেজে যেতে পারে না। কিছু জায়গায় বড় বড় গর্তে পরিণত হয়েছে। ফলে অসুস্থ রোগীকে হাসপাতালে সময় মতো নিতে না পারায় বড় ধরণের ক্ষতির আশঙ্কা থাকে।

 

এ দুর্ভোগ থেকে মুক্তির আশায় বছরের পর বছর ভোগান্তির শিকার এসব এলাকার জনসাধারণ ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় মেম্বারের কাছে আবেদন জানালেও রাস্তাগুলোর কোনো উন্নয়ন হয়নি। তাই রাস্তাগুলো পাকা করণে স্থানীয় এলাকাবাসী আজমিরীগঞ্জ-বানিয়াচং আসনের সংসদ সদস্য, আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপিসহ জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করেছেন।

 

রাস্তাগুলি মেরামতে নিজে টানা ২ মেয়াদে চেয়ারম্যান হওয়ার পরও কোন উদ্যোগ নেননি কেন জানতে চাইলে ২নং বদলপুর ইউনিয়নের চেয়ারম্যান সুশেনজিৎ চৌধুরী দৈনিক বিজয়ের কন্ঠকে বলেন, রাস্তাগুলোর বেহাল দশা সম্পর্কে আমি অবগত, রাস্তাগুলো এলজিইডি’র অন্তর্গত। যতটুকু জানি রাস্তাটি সংস্কারের প্রক্রিয়া চলমান। তবে, রাস্তাটি যাতে তাড়াতাড়ি করা যায় সেজন্য এমপি মহোদয়ের কাছে স্পেশাল ফান্ডের জন্যও আবেদন করেছি।

 

আজমিরীগঞ্জ উপজেলা প্রকৌশলী তানজির উল্যাহ সিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক বিজয়ের কন্ঠকে জানান, বদলপুর ইউনিয়নের গ্রামীণ রাস্তাগুলো পাকাকরন সব প্রকল্প প্রক্রিয়াধীন আছে। যথাশীঘ্রই কাজ শুরু হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর