ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৩
মাধবপুর সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাস ও মিনি ট্রাকের সংঘর্ষে আব্দুল মালেক (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে ৪জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ গ্যাস ফিল্ডের দরগা গেটের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখোলা গ্রামের- শুকুর আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুইয়া জানান, সিলেটমুখী ছোট ডায়না ট্রাক ও সিলেটমুখী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে আব্দুল মালেক সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্য আহতরা চিকিৎসা নিচ্ছেন।
দুর্ঘটনায় কবলিত গাড়ি দুইটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech