ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৩
বানিয়াচং সংবাদদাতা
বানিয়াচংয়ে কুখ্যাত ডাকাত ইমরান ওরফে আপস (২৮) অবশেষে পুলিশের খাঁচায় বন্দি হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাগর দিঘিতে সাঁতার কেটেও শেষ রক্ষা হলো না তার। বুধবার (১৮ জানুয়ারি) এ এসআই সাদ্দাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ রাতে অভিযান চালিয়ে ডাকাত ইমরান ওরফে আপসকে গ্রেপ্তার করেন। সে উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত চান্দের মহল্লা গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ইমরান ওরফে আপসের বিরুদ্ধে ডাকাতি মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। বুধবার পুলিশের উপস্থিতি টের পেয়ে সে আত্মরক্ষার্থে সাগর দিঘিতে সাঁতার কাটতে থাকে। এসময় পুলিশও পানিতে নেমে সাঁতার কেটে ডাকাত ইমরান ওরফে আপসকে গ্রেপ্তার করেন।
এ তথ্য নিশ্চিত করে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব জানান, বৃহস্পতিবার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু আছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech