ঢাকা ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সমাজ পরিবর্তনে শিক্ষার্থী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আমেরিকান কর্ণারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামীম আহমদ’র সভাপতিত্বে আইন বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কবির-এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ.এফ.এম. আমিনুল ইসলাম।
তিনি বলেন, শিক্ষকরাই পারেন শিক্ষার্থীদের মধ্যে যাবতীয় মূল্যবোধকে জাগ্রত করতে। আর মূল্যবোধ জাগ্রত হলেই মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, নকল ও দুর্নীতি মূলোৎপাটন করা সম্ভব। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সততা সংঘ গঠনের মাধ্যমে মূল্যবোধ জাগ্রত করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মই বাংলার সব গৌরব উজ্জ্বল দিনে নেতৃত্ব দিয়েছে। বাঙ্গালীর আটচল্লিশ, বায়ান্ম, ঊনসত্তর, একাত্তর সবকিছুতেই তরুণ প্রজন্ম নেতৃত্ব দিয়েছে। এমন কি সর্বশেষ যত সামাজিক আন্দোলন হয়েছে সবকিছুতেই তরুণ প্রজন্ম সামনে থেকেছে। তরুণদের মাঝে সততা, দুর্নীতির বিরুদ্ধে মনোভাব গড়ে তুলতে শিক্ষকদের অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে। বাল্য বিবাহ, দূর্নীতি, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদেরকেই দায়িত্ব নিতে হবে। তরুণদের মাঝে সততা ও দেশপ্রেম জাগিয়ে তুলতে পারলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মো: মনির উদ্দিন, দুদক’র প্রধান কার্যালয়ের পরিচালক মো: মোস্তফিজুর রহমান।
বক্তব্য রাখেন- সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ।
আরও উপস্থিত ছিলেন- মানবিক অনুষদের ডীন প্রফেসর মুয়ীজুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন ঋষি কেশ ঘোষ, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান এক্রামুল ফারুক, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান খালেদ হোসাইন, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান জাকারিয়া হাবিবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র ছাত্রীবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech