ঢাকা ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
রাজধানীর বেশ কিছু এলাকায় ফোর-জি সেবা চালু করেছে রাষ্ট্র মালিকানাধীন কোম্পানি টেলিটক।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
সাহাব উদ্দিন বলেন, ‘বিজয় দিবসের সন্ধ্যা থেকে ঢাকার বেশ কিছু এলাকার টেলিটক বাণিজ্যিকভাবে ফোর-জি চালু করেছে। ডিসেম্বরের মধ্যেই পর্যায়ক্রমে পুরো ঢাকা শহরে ফোর-জি নেটওয়ার্ক বিস্তারের কাজ শেষ হবে।’
পরে চট্টগ্রামের গ্রাহকদের ফোর-জি নেটওয়ার্কের আওতায় আনা হবে। একই সঙ্গে আগামী বছরের জুন-জুলাইয়ের মধ্যে দেশের সব জেলা ফোর-জি নেটওয়ার্কের আওতায় আনা হবে বলে জানান সাহাব উদ্দিন।
টেলিটকের শীর্ষ এ কর্মকর্তা বলেন, ‘প্রতিদিন ৩০টিরও বেশি এলাকায় ফোর-জি চালু করা হচ্ছে। সেবা পেতে হলে বর্তমান থ্রি-জি গ্রাহকদের “৪জি” লিখে “১১১” নম্বরে এসএমএস পাঠাতে হবে।
বর্তমানে রাজধানীর বারিধারা, বনানী, গুলশান, নিকেতন, রমনা, মতিঝিল, মোহাম্মদপুর, ধানমণ্ডি, শ্যামলী, ফার্মগেট, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টেলিটকের ফোর-জি নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।
দেশের বেসরকারি খাতের অন্য টেলেফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল অনেক আগে থেকেই ফোর-জি সেবা দিলেও টেলিটক এই প্রথম ৪জি সেবা চালু করল। যদিও দেশে ৩জি নেটওয়ার্ক সর্বপ্রথম চালু করেছিল টেলিটক।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech