ঢাকা ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪
মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদান স্বরুপ নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড ২০২৪ শে ভূষিত হলেন দৈনিক সুনামগঞ্জের খবরের ষ্টাফ রিপোর্টার ও দৈনিক কালবেলা শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি শেখর পীযূষ পিসি দাশ।
শনিবার ১৯ অক্টোবর বেলা সাড়ে ৪ টায় ঢাকায় কেন্দ্রীয় জাদুঘর কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে সার্ক কালচারাল কাউন্সিল কর্তৃক আয়োজিত বিশ্ব কন্যাশীশু দিবস উপলক্ষে গুনীজন সংবর্ধনার অনুষ্ঠানে উত্তরি পড়িয়ে দিয়ে পি সি দাশের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। পি সি দাশ ইতিপূর্বে ও ইউকে চ্যানেল এস টেলিভিশন কর্তৃক সাংবাদিকতায় বিশেষ অবদান স্বরুপ এ্যাওয়ার্ড অর্জন করেন। তিনি সুনামের সহিত দীর্ঘদিন যাবত সাহসিকতার সহিত সাংবাদিকতা করছেন। বর্তমানে তিনি শাল্লা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব সুনামের সহিত পালন করছেন ।
সভায় দেশের- মফস্বল সাংবাদিক, ব্যবসায়ি,শিক্ষক, ইমাম, রত্নগর্ভা মা, সহ ৫ টি কেটাগরিতে এ্যাওয়ার্ড প্রদান করা হয়। মফস্বল সাংবাদিকতায় সারা দেশে ৮ জনকে এ্যাওয়ার্ড প্রদান করেন তাদের একজন পি সি দাশ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাস এর সাবেক সভাপতি রেজাবুদৌলা চৌধুরী, দেশ বরেণ্য নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ সহ সার্কের অন্তর্ভুক্ত ভারত ও নেপালের প্রতিনিধিগন প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech