ঢাকা ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮
স্বাস্থ্য ও জীবনধারা ডেস্ক
অন্ত্রের প্রদাহ সারাতে সহায়ক ‘প্রোবায়োটিক’ এখন মানসিক সমস্যার সমাধানেও কাজে আসতে পারে, এমন তথ্য মিলেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের শেপার্ড প্রাট হেল্থ সিস্টেমের এক গবেষণায়।
অন্ত্রের সমস্যা ডেকে আনে ‘বাইপোলার ডিজঅর্ডার’ যা এক ধরনের মানসিক সমস্যা যার উপসর্গের মধ্যে আছে মুহূর্তেই মন মেজাজের ব্যাপক পরিবর্তন। যেমন- হতাশা থেকে পাগলামি। তাই এর সমাধান দিতে পারে ‘প্রোবায়োটিক সাপ্লিমেন্ট’ দাবি গবেষকদের।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের শেপার্ড প্রাট হেল্থ সিস্টেমের ফেইথ ডিকারসনের করা এই গবেষণা অনুযায়ী, ‘প্রোবায়োটিক সাপ্লিমেন্ট’য়ের উদ্দেশ্য হল অন্ত্রে ‘মাইক্রোবায়াল’য়ের তারতম্যে কারণে হওয়া প্রদাহ কমানো। ‘প্রোবায়োটিক’য়ের উপাদান হল ‘নন-প্যাথোজেনিক’ ব্যাকটেরিয়া যা অন্ত্রের ‘ফ্লোরা’ বা হজম প্রণালীতে থাকলে শরীরের সার্বিক স্বাস্থ্যের উন্নতি হয়।
ফ্লোরিডাতে অনুষ্ঠিত আমেরিকান কলেজ অফ নিউরোসাইকোফার্মাকোলজি’র বার্ষিক সম্মেলনে এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। বর্তমানে এই রোগের চিকিৎসা হল- মেজাজ স্থিতিশীল রাখার ‘সাইকোথেরাপি’ এবং ‘অ্যান্টিসাইকটিক্স’ ধরনের ওষুধের মিশ্রণ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech