ঢাকা ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে তার নিজ বাড়ি থেকে গ্রেফাতার করা হয়। তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের দিঘলবন গ্রামের মৃত তাহির আলীর পুত্র।
জানা যায়, পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের আস্থাভাজন হওয়ায় যোগ্যতা না থাকলেও তাকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে বসানো হয়। যে কারণে ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের মধ্যেও ছিল বিভাজন। দীর্ঘদিন দলীয় পদে থাকায় বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও জামাত-বিএনপি নিধনে কাজ করতেন আব্দুল আউয়াল ও তার ছেলে মাহবুব।
সর্বশেষ ছাত্রজনতার আন্দোলনেও ধমন পীড়ন চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
গ্রেফতারের বিষয় নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানিয়েছেন, আব্দুল আউয়ালকে সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech