ঢাকা ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
২০২৪-২০২৫ অর্থ বছরে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক হাওড়ের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের আঙুরালি হাওরে ১নং পিআইসি উদ্বোধন করা হয়।
উপজেলা কাবিটা স্কিম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম সরাসরি উপস্থিত থেতে কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন, তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রুকন উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী (এস ও) মনির হোসেন, মৎসজীবি দলের সদস্য মনির হোসেন, তাহিরপুর সদর ইউনিয়ন জামায়াতের আমীর সফিকুল ইসলাম, সিএন আরএস এর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ইয়াহিয়া সাজ্জাদ, ১নং পিআইসির সভাপতি কৃষক আবুল হাসনাত, সদস্য সচিব কৃষক সাগর মিয়া সদস্য মুশিউর রহমান-সহ কমিটির সদস্য হ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech