ঢাকা ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথেই ৩১ বার তোপধ্বনীর মধ্যে দিয়ে দিবসটির সূচনা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মাধবপুরস্থ স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম। এরপর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ছাতক উপজেলা শাখা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ছাতক উপজেলা, বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি ছাতক উপজেলা, ছাতক প্রেসক্লাব, বাংলাদেশ পুলিশ ছাতক থানা, ছাতক নৌ পুলিশ ফাড়ি, ছাতক উপজেলা কৃষি অফিস, উপজেলা আনসার ও ভিডিপি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উপ আঞ্চলিক কেন্দ্র ছাতক, জালালাবাদ গ্যাস আঞ্চলিক কার্যালয় ছাতক, ছাতক পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, উপজেলার সাংস্কৃতিক ও সামাজিক সংগঠসহ সকল শ্রেণী পেশার মানুষ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ১ম পর্বের অনুষ্ঠান শেষ হয়।
উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি আবু নাছের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মিলম মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিজ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান, সদস্য নাজমুল ইসলাম, মোশাহিদ আলী ও লুৎফুর রহমান শাওন, সাংবাদিক এম এইচ খালেদ, মীর আমান মিয়া লুমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, পানি উন্নয়ন বোর্ড ছাতকের উপসহকারী প্রকৌশলী মাসুম চৌধুরী, উপজেলা ক্ষুদ্র কৃষক উনয়ন ফাউন্ডেশন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা দিলীপ চন্দ্র দত্ত, প্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী, ছাত্র প্রতিনিধি মাহবুব জুবায়ের, সাইফ উদ্দিন, উপজেলা পরিষদ সিএ জিতেন বর্মণসহ অন্যান্যরা।
এদিন দুপুরে ২য় পর্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য সংবর্ধনা অনুষ্টানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। সব শেষ চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বিজয় মেলা অনুষ্টিত হয়। অনুষ্টানে উপস্থিত অতিথিবৃন্দ মেলার স্টলগুলো ঘুরে দেখেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech