কিশোরী মোহন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯

কিশোরী মোহন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

বই উৎসব সরকারের যুগান্তকারী

পদক্ষেপ : জাতীয় অধ্যাপক সাহেলা


নিজস্ব প্রতিবেদন
সিলেট নগরের মিরাবাজারে কিশোরী মোহন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় বই উৎসব পালন করা হয়।

মঙ্গলবার (১লা জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিার্থীদের মাঝে বই বিতরণ করেন অর্থমন্ত্রীর বোন জাতীয় অধ্যাপক সাহেলা খাতুন।

এসময় তিনি বলেন, শিাঙ্গণে দেশকে এগিয়ে আওয়ামী সরকারের যুগান্তকারী পদপে হলো বই উৎসব। বছরের প্রথম দিনের শিার্থীদের কাছে নতুন বই পাওয়ায় ুদে শিার্থীরা পড়াশোনার আরো মনোযোগী হবে। এক সময় বছরের মাঝামাঝি সময়েও শিার্থীরা বই পেতো না। ধার করে সিনিয়রদের কাছ থেকে বই এনে পড়ালেখা করতে হতো। কিন্তু এখন আর সে সময় নেই। বছরের প্রথম দিনেই সবার হাতে বিনামূল্যে বই পৌছে যায়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুবি ফাতেমা ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক ফরিদা পারভীনের পরিচালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ড. মোমেন এমপির সহধর্মিনী সেলিনা মোমেন।

বিশেষ অতিথি ছিলেন নর্থ ইস্ট-এর ভাইস চ্যান্সেলর আতফুল হাই শিবলী, শেলী মুবদী, নাজিয়া খাতুন, মহিলা আ.লীগ নেত্রী হেলেন আহমদ, অত্র বিদ্যালয়ের সহ সভাপতি জাবেদ সিরাজ, সদর উপজেলা সহকারী শিা অফিসার লিপিকা রায়, রাহাত তফাদার, আবুল হোসেন, মিহির হোসেন, জুয়েল আহমদ সহ বিদ্যালয়ের শিক-শিকিাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর