ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস বলেছেন, পিছিয়ে পড়া নারীদেরকে উন্নত ও মানব সম্পদে পরিণত করতে প্রশিক্ষণের বিকল্প নেই। দেশ এগিয়ে যাওয়ার সাথে সাথে পিছিয়ে পড়া নারীদেরকে এগিয়ে নিতে ও স্বাবলম্বি করতে আরডিসিএস প্রশিক্ষণের যে উদ্যোগে গ্রহণ করেছে তা প্রশংসনীয়। তিনি প্রশিক্ষণের উদ্যোক্ত সমিক শহীদ জাহানকে ধন্যবাদ জানিয়ে তার এধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
তিনি মঙ্গলবার দুপুরে নগরীর রায়নগর দর্জিবনস্থ বসুন্ধরা ৫৮/১-এ রুরাল ডেভোলাপমেন্ট সেন্টার সিলেট (আরডিসিএস) এর উদ্যোগে ৩ মাস ব্যাপী মেশিন ইমব্রডারী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রুরাল ডেভোলাপমেন্ট সেন্টার সিলেট (আরডিসিএস) এর সভাপতি সমিক শহীদ জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. জামিল আহমদ চৌধুরী, আর.ডব্লিউ.ডি.ও-এর নির্বাহী পরিচালক সমিতা বেগম মিরা, আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবুল ফজল। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ব্লু-বার্ড স্কুলের সিনিয়র শিক্ষিকা নাসিমা চৌধুরী, গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর নির্বাহী পরিচালক বায়জিদ খান, ম্যানেজার স্বপন মাহমুদ, আরডিসিএস’র অর্থ সম্পাদক আনছার আলী, সদস্য সঞ্জিত চৌধুরী, অরূপ বিজয় চৌধুরী, প্রশিক্ষক আরিফুল ইসলাম শহীদ প্রমুখ।
অনুষ্ঠানে ৩ জন প্রশিক্ষণার্থীকে বিশেষ পুরস্কার এবং ২০ জন প্রশিক্ষণার্থীকে সনদ ও একটি করে সুয়েটার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডিডি নিবাস রঞ্জন দাস সহ অতিথিবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech