দণি সুরমা ও ফেঞ্চুগঞ্জে বই উৎসব

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯

দণি সুরমা ও ফেঞ্চুগঞ্জে বই উৎসব

নিজস্ব সংবাদদাতা
সারা দেশের ন্যায় সিলেটের দণি সুরমা উপজেলার সব কয়টি স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারী মঙ্গলবার সকালে এসব স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বই বিতরণ করেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।

ফেঞ্চুগঞ্জ উপজেলার মাহমুদ উস সামাদ-ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। মাহমুদ উস সামাদ-ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কিরিটি মোহন আচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর পতœী, বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ফারজানা সামাদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরুল হুদা, গভর্নিং বডির সদস্য মঈন উদ্দিন আহমদ, প্রবাসী জুনেদ আহমদ চৌধুরী প্রমুখ। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন।

এদিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর হাজী করম উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ জানুয়ারী মঙ্গলবার সকালে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।

ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিক উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামানের পরিচালনায় বই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, সাংবাদিক রিয়াজ উদ্দিন ইসকা, তাজুল ইসলাম বাবুল, ফেঞ্চুগঞ্জ বণিক সমিতির আহবায়ক আব্দুল বারি, হাজী করম উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উদ্দিন প্রমুখ। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, বর্তমান সরকার বিনামূল্যে ৩৫ কোটির চেয়েও বেশি বই বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে বিশে^ দৃষ্টান্ত স্থাপন করেছেন। পৃথিবীর কোন দেশে বিনামূল্যে বই বিতরণ হয়না। একমাত্র প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শিক্ষাবন্ধন চিন্তা চেতনার কারণেই এটা সম্ভব হয়েছে।

অপরদিকে দক্ষিণ সুরমায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১ জানুয়ারী মঙ্গলবা সকাল থেকে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। পৃথক পৃথকভাবে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়। শিক্ষার্থীদের হাতে নতুন বই তোলে দেয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের কে নিয়ে স্কুলে এসে অনুষ্ঠানের মাধ্যমে নতুন বই নিয়ে বাড়ী ফিরেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর