ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯
স্বর্গীয় পিতৃদেব ও স্বর্গীয় মাতৃদেবীর আত্মার শান্তি কামনায় অষ্টপ্রহর নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। সিলেট নগরের পল্লবী আ/এ, পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় এই নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসুচির মধ্যে রয়েছে, ৭ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৬টায় শ্রীশ্রী চৈতন্যচরিমামৃত পাঠ। পরিবেশনায় শ্রীশ্রী নিত্যানন্দ দাশ মোহন্ত মহারাজ। রাত ৮টায় শুভ অধিবাস। পরিবেশনায় শ্রীশ্রী বিনোদ বিহারী দাশ বাবুল। ৮ জানুয়ারি মঙ্গলবার ব্রাহ্মমুহুর্ত থেকে অষ্টপ্রহর নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব শুরু হবে।
নামসুধা পরিবেশন করবেন শ্রীশ্রী বিনোদ বিহারী দাশ বাবুল, শ্রী রাধারাম অধিকারী, শ্রী নিশি কান্ত তালুকদার, শ্রী অধির ভৌমিক ও শ্রী জুয়েল দাস।
মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাশ মোহন্ত মহারাজ।
দুপুর ১ টায় মহাভোগরাগ। দুপুর ২ টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। পরদিন ৯ জানুয়ারি বুধবার সকাল ৯ টায় দধিভান্ড ভঞ্জন, কীর্ত্তন সমাপন ও মহাপ্রসাদ বিতরণ। অষ্টপ্রহর নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে স্বত:স্ফুর্তভাবে উপস্থিত থাকার জন্য পল্লবী আ/এ, পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাশ মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech