ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯
তামাক বিরোধী সাংবাদিকদের জোট এন্টি টোব্যাকো মিডিয়া এ্যালায়েন্স (আত্মা) সিলেট অঞ্চলের সভা।
ডেস্ক প্রতিবেদন
তামাক বিরোধী সাংবাদিকদের জোট এন্টি টোব্যাকো মিডিয়া এ্যালায়েন্স (আত্মা) সিলেট অঞ্চলের সভায় বক্তারা সিলেটে তামাক পণ্যের ব্যবহার ও তামাক কোম্পানীর কৌশলী প্রচারণা প্রতিরোধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন। দেবী চলচ্চিত্রসহ অন্যান্য নাটক সিনেমা প্রদর্শনে আইন লঙ্ঘনে ােভ প্রকাশ করা হয়।
আত্মা সদস্যরা মনে করেন, সিলেটের পথে প্রান্তরে তামাক কোম্পানী ও বিক্রেতারা কৌশলে তামাক পণ্যের ব্যবহারে মানুষকে উৎসাহিত করছেন। এজন্য তামাক বিরোধী অভিযানের মাধ্যমে আইনানুযায়ী ব্যবস্থা নেয়ার জোর দাবী জানানো হয়।
বৃহস্পতিবার দুপুরে নগরের একটি সভাকে অনুষ্ঠিত সভায় বক্তারা এমন বক্তব্য তুলে ধরেন।
সময়ের পরিক্রমায় তামাক নিয়ন্ত্রন সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপরে উদাসীনতার বিষয় তুলে ধরে বক্তারা আরো বলেন, তামাক পন্য সেবন ও ব্যবহার সম্পর্কিত সতর্কীকরণ নোটিশ প্রদর্শনের বিধি আইন দ্বারা তাগিদ দেয়া হলেও সব প্রতিষ্ঠানে মানা হচ্ছে না। সিলেট নগর ও জেলা-উপজেলা পর্যায়ের সরকারি, বেসরকারি, আধা সরকারি সায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে সতর্কীকরণ নোটিশ প্রদর্শনের আহবান জানান।
এ্যন্টি টোব্যাকো মিডিয়া এ্যালায়েন্স (আত্মা) সিলেট এর সমন্বয়কারী মুরাদ বকস এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আত্মার সদস্য ঢাকা ট্রিবিউন এর সিলেট প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, দৈনিক শুভ প্রতিদিন এর বার্তা সম্পাদক সালমান ফরিদ, দৈনিক সিলেট মিরর এর সহকারী বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, মানব কণ্ঠের সিলেট প্রতিনিধি মনোয়ার জাহান চৌধুরী, জাগো নিউজ২৪.কম এর সিলেট প্রতিনিধি ছামির মাহমুদ, দৈনিক জাগরণ এর সিলেট প্রতিনিধি আমিনুল ইসলাম রুকন, দৈনিক শুভ প্রতিদিন এর স্টাফ রিপোর্টার ওহি আলম রেজা, সিলেটের ডাক এর স্টাফ রিপোর্টার সুনিল সিংহ, দৈনিক জালালাবাদের রিপোর্টার আবু বকর সিদ্দিক, সিলেট ভিউ২৪.কম এর রিপোর্টার আব্দুল আহাদ প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech