ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯
ওসমানী মেডিকেল হাসপাতাল হিমাগারে পড়ে থাকা এই ব্যক্তির পরিচয় খুঁজছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল হিমাগারে আনুমানিক ৩৫ বছর বয়সী এক পুরুষের লাশ রয়েছে। তবে ওই ব্যক্তির কোনো পরিচয় কারো জানা নেই। পুলিশ লাশটির পরিচয় জানার চেষ্টা করছে।
সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, গত ২৯ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল (রহ.) এর মাজারের পেছনের কবরস্থানেরই গেইট থেকে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি রাখা হয় ওসমানী হাসপাতালের হিমাগারে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, অজ্ঞাতনামা লাশটির পরিচয়ের সন্ধান করছে পুলিশ। পরিচয় জানা থাকলে নগরীর কোতোয়ালি মডেল থানার ০১৭৮৬-৬৩৬৫৬৫ নম্বরে কিংবা শাহজালাল (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দেবাশীষ দেবের (০১৭২৩-১৬৬৫১২) সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech