ঢাকা ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
কিছুতেই লাশের মিছিল থামছে না সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায়। এটি যেনো এখন মানবখেকো টিলা হিসেবে রূপ ধারণ করেছে। গত দেড়বছরে শাহ আরেফিন টিলায় গর্তধসে ১৫জন শ্রমিকের মৃত্যু হলেও মানব গ্রাসে ক্ষান্ত হয়নি টিলাটি। সোমবার আবারও তার গহ্বরে প্রাণ হারান দুই শ্রমিক।
সোমবার বিকেল ৩টার দিকে চিকাডহর গ্রামের রহিমদের গর্তে মাটি চাপা পড়ে তারা মারা যায়।
স্থানীয় সূত্র জানায়, ঝুঁকিপূর্ণভাবে পাথরের গর্ত থেকে পাথর উত্তোলন করছিলেন শ্রমিকরা। এসময় হঠাৎ গর্ত ধসে দুই শ্র্রমিক চাপা পড়ে মারা যান।
নিহতরা হলেন- দণি সুনামগঞ্জ উপজেলার আনুয়ার হোসেনের ছেলে সোনা মিয়া (২৫) ও ওয়াজিদ আলির ছেলে নুরুল হক (৩০)। এ নিয়ে গত দেড়বছরে শাহ আরেফিন টিলায় গর্তধ্বসে ১৫জন শ্রমিকের মৃত্যু ঘটলেও বন্ধ হয়নি পাথর উত্তোলণ ও থানা পুলিশের বখরাবাজি।
কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের চেষ্টা চলছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech