অধ্যাপক ডা. রকিবের ১ম মৃত্যুবার্ষিকীতে সিলেট ডায়াবেটিক সমিতির কর্মসূচি

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯

অধ্যাপক ডা. রকিবের ১ম মৃত্যুবার্ষিকীতে সিলেট ডায়াবেটিক সমিতির কর্মসূচি

সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ এর সাবেক প্রিন্সিপাল, সিলেট ডায়াবেটিক সমিতি ও সিলেট হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট চিকিৎসা ব্যক্তিত্ব, সমাজসেবী, শিক্ষানুরাগী অধ্যাপক ডা. এম. এ. রকিব এর ১ম মৃত্যুবার্ষিকী আগামী ০৯ জানুয়ারী ২০১৯ বুধবার। এ উপলক্ষে সিলেট ডায়াবেটিক সমিতির হাসপাতাল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিভিন্ন কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করেছে।

কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে :
সকাল ৯ টা থেকে বেলা ১১.৩০ টা পর্যন্ত সিলেট ডায়াবেটিক সমিতির উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গঁনে “বিনামূল্যে ডায়াবেটিস সনাক্তকরণ কর্মসূচী”।

সকাল ৯ টা থেকে বেলা ১১.৩০ টা পর্যন্ত সিলেট ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গঁনে রোটারী কাব অব মেট্রাপলিটন, সিলেট এর সহযোগীতায় বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী।

বেলা ১২টায় সমিতির সভাকক্ষে সিলেট ডায়াবেটিক সমিতি আয়োজিত অধ্যাপক ডা. এম. এ. রকিব স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল ।

সিলেট ডায়াবেটিক সমিতি কর্তৃক গৃহীত কর্মসূচীগুলো সফল ও সার্থক করার জন্য সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব ও সাধারণ সম্পাদক লোকমান আহমদ এক যুক্ত বিবৃতিতে সমিতির সম্মানিত কার্যকরি সদস্যবৃন্দ, সমিতির সম্মানিত জীবন সদস্যবৃন্দ, হাসপাতালের চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি সহ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার উদাত্ত আহবান ও অনুরোধ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর