সুরমা বয়েজ ক্লাবের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯

সুরমা বয়েজ ক্লাবের শীতবস্ত্র বিতরণ

সিলেটের প্রাচীনতম সামাজিক সংগঠন সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে নগরীর কলবাখানী এলাকার বিভিন্ন বস্তির দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন, শীতে অসহায় মানুষকে খুবই কষ্টে দিন-যাপন করতে হয়। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় হয়তো এই শীত হতে পারে অসহায় দরিদ্র মানুষগুলোর জন্য কিছুটা হলেও সহনীয়। মানবিক এই কাজে এগিয়ে আসতে পারেন আর্থিক সাহায্য দিয়ে কিংবা আপনারা যারা পুরনো কাপড় জমিয়ে রেখেছেন তা দিয়েও পাশে থাকতে পারেন। তিনি সমাজের বিত্তশালীদের এসব অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সুরমা বয়েজ কাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, বাংলাদেশ কাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়ার চৌধুরী শিপলু, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, যুগ্ম সম্পাদক রেজওয়ান আহমদ, জালাল উদ্দিন আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর