ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
সিসিকের অনুমোদন না নিয়ে স্থাপনা তৈরির সময় তাৎণিক একটি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। সিলেট নগরের ব্যস্থতম জিন্দাবাজার এলাকার সিতারা ম্যানশনের অভ্যন্তরে দিন-দুপুরে প্রবেশ মূখ বন্ধ করে রাস্তার মধ্যে ১০টি দোকান ঘর নির্মানের সময় তা হাতুড়ি দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় তিনি হাতুড়ী চালিয়ে অবৈধ এ স্থাপনা গুড়িয়ে দেন। পরে তিনি সাংবাদিকদের জানান, সিটি কর্পোরেশনের অনুমতি না নিয়ে এখানে স্থাপনা তৈরীর খবর পেয়ে অভিযান চালানো হয়েছে। গুড়িয়ে দেয়া হয়েছে নির্মিতব্য স্থাপনা।
তিনি জানান, সিসিকের অনুমতি নিয়ে নগরীতে স্থাপনা তৈরী করার বিধান থাকা সত্বেও তা মানছেন না অনেকে। যার কারণে সিসিকের ধারাবাহিক অন্যান্য অভিযানের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হবে।
সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে এ রকম স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দিয়ে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নকশা বহির্ভূত ভবনের তালিকা তৈরি, অনুমোদনহীন ভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে হবে।
মেয়র বলেন, এই রাস্তা সিতারা ম্যানশনের নিজস্ব রাস্তা। রাস্তার উপর দোকান কোটা নির্মাণে সিসিক কোন অনুমোদন দেয়নি। আর এই মার্কেটের জন্য রাস্তা দেওয়া হয়েছে। অনুমোদন ছাড়াই দোকান কোটা নির্মাণ করায় এগুলো উচ্ছেদ করা হয়েছে।
উচ্ছেদ অভিযানে সিটি কাউন্সিলর রেজওয়ান আহদ, ছয়ফুল আমিন বাকের, নির্বাহী প্রকৌশলী আলী আকবর সহ সিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech