বিপিএলে নিরাপত্তা নিয়ে এসএমপির মতবিনিময়

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯

বিপিএলে নিরাপত্তা নিয়ে এসএমপির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদন
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৫ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলা অনুষ্ঠিত হবে।

খেলা উপলে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার সকালে নগরীর নাইওরপুলস্থ এসএমপির সদর দপ্তরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ। আরো উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, বাফুফের সভাপতি মাহিউদ্দিন আহমদ সেলিম, এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) কামরুল আমিন সহ অন্যান্য উর্ধ্বতন কর্তৃপ।

এছাড়াও এনএসআই, ডিজিএফআই, বিআরটিএ, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, র‌্যাব-৯, সিভিল সার্জন অফিস, হোটেল রোজভিউ, হোটেল স্টার প্যাসিফিক, নাজিমগড় রিসোর্টস লিঃ, হোটেল নির্বানা ইন এর প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) খেলা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে প্রতিনিধিবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন। সভাপতি নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খেলোয়াড়রা মাঠে আসা যাওয়ার সময় যানচলাচল সাময়িক বন্ধ থাকতে পারে এ বিষয়ে নগরবাসীর আন্তরিক সহযোগিতা এবং খেলা সুষ্টভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তার বিষয়ে অন্যান্য সকল সংস্থার সার্বিক সহায়তা কামনা করেন।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর