বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সিলেটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯

বিগত বছরের ধারাবাহিতায় এবারো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলে সিলেটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছে ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ নামের সামাজিক সংগঠন।

বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কাসমির রেজার সভাপতিত্বে ও সুরাইয়া আক্তারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্য সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাংবাদিক আল আজাদ, অষ্ট্রোলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জহিরুল ইসলাম সিদ্দিকী, মুক্তিযোদ্ধা গবেষক হাসান মুর্শেদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর