ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসীরা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার অন্যতম অংশীদার। তাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবধান রাখছে।
তিনি শনিবার সন্ধ্যায় নগর ভবনে আয়োজিত গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল সাউথ ওয়েস্ট ইউকে’র সাবেক চেয়াম্যান আতিকুর রহমান এর সাথে এক সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন।
সিসিক মেয়র বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য ও ধারাবাহিক প্রবৃদ্ধি বৃদ্ধির মূলেই আছেন প্রবাসীরা। তারা পৃথিবীর যেকোন প্রান্তে থেকে দেশকে ভালোবাসেন, দেশের কল্যাণে কাজ করেন। দেশের যেকোন দুর্যোগকালে তারা এগিয়ে আসেন বন্ধু হয়ে।
বৈঠকে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল সাউথ ওয়েষ্ট ইউকে’র সাবেক চেয়াম্যান আতিকুর রহমান বিমানবন্দরে প্রবাসীদের হয়রানী বন্ধ সহ তাদের নিরাপত্বা নিশ্চিতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সার্বিক সহযোগীতা কামনা করেন তিনি।
এসময় বৈঠকে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন সোহেল ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech