নগরের লালদিঘীরপার থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯

নগরের লালদিঘীরপার থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদন
এসএমপি’ সিলেট-এর কোতোয়ালী মডেল থানাধীন লালদীঘিরপাড়স্থ গুলিস্থান কমপেক্স এর সামন থেকে একটি অজ্ঞাতনামা পুরুষ (বয়স অনুমান ৩২ বছর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

অজ্ঞাত ওই ব্যক্তির মৃতদেহ পড়ে আছে সংবাদ প্রাপ্ত হয়ে কোতয়ালী থানার এসআই(নিঃ) মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বর্ণিত স্থানে পৌঁছে লালদিঘীরপাড়স্থ স্থানীয় মার্কেটের দোকানদের সহযোগিতায় লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং লাশের পরিচয় জানার চেষ্টা করেন।

কিন্তু উপস্থিত কেউ লাশের পরিচয় দিতে পারেনি। এখন পর্যন্ত এ অজ্ঞাতনামা মৃতদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। যদি কারো পরিচিত হয়ে থাকে বা তার পরিচয় জেনে থাকেন তাহলে কোতোয়ালী মডেল থানা (০১৭৮৬-৬৩৬৫৬৫) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বর্তমানে অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার(মিডিয়া) জেদান আল মুসা জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর