সুবিধা বঞ্চিত শিশুদের সাহায্যে হাত বাড়িয়ে দেয়া উচিত : মিজ্ তাসনীম

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৯

সুবিধা বঞ্চিত শিশুদের সাহায্যে হাত বাড়িয়ে দেয়া উচিত : মিজ্ তাসনীম

সিলেট লেডিস ক্লাবের সভাপতি মিজ্ তাসনীম আহমদ বলেছেন, সুবিধা বঞ্চিত শিশুদের প্রতি সবার সাহায্যের হাত বাড়িয়ে দেয়া উচিত। আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এই সব শিশুদের জন্যে কাজ করতে হবে। নিজেদের পরিবারের সদস্যদেরকে যেভাবে দেখা হয়, তাদেরকেও ঠিক সেইভাবে দেখা উচিত।

সিলেট লেডিস ক্লাবের উদ্যোগে সমাজসেবা অধিদফতরাধীন সিলেট জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের নিবাসীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার সিলেট বাগবাড়ি সমাজকল্যাণ কমপ্লেক্সে সিলেট সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাসের সভাপতিত্বে ও সিলেট আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাহবুব উল আলমের পরিচালনায় বিতরণ কার্যক্রমে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)’র সহধর্মিনী দুলনা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল)’র সহধর্মিনী মালেম তন্বী, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুম মুনিরা, সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট (ডিআরআরও) খৃষ্টকার হিমেল রিছিল, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাম্মা লাবিবা অর্নব। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর