নগরে অনুমতি ছাড়া পানির সংযোগ ও ভবন নির্মাণ করা যাবে না : মেয়র আরিফ

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯

নগরে অনুমতি ছাড়া পানির সংযোগ ও ভবন নির্মাণ করা যাবে না : মেয়র আরিফ

ডেস্ক প্রতিবেদন
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নগরের বাণিজ্যিক ভবন ও বাসা-বাড়িতে অবৈধভাবে পানির সংযোগ, অনুমতি ছাড়া ভবন নির্মাণ করা যাবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি করে সিসিক মেয়র বলেন, অবৈধ উপায়ে যারা পানির সংযোগ স্থাপন করে পানি পান করেন তা একটি বড় অপরাধ।

তিনি বুধবার (১৬ জানুয়ারি) দুপুর থেকে নগরের হাওয়াপাড়া ও মিরবক্সটুলা এলাকায় অবৈধ পানির সংযোগের বিরুদ্ধে অভিযান করতে গিয়ে এমন মন্তব্য করেন।

অভিযানকালে অন্তত ১২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বেশ কয়েকটি অবৈধ পানির পাম্প জব্দসহ দুই লাধিক টাকা আদায় সাপেক্ষে দুই জনকে বৈধ পানির লাইনের অনুমতি প্রদান করা হয়।

নতুন সংযোগপ্রাপ্তরা হচ্ছেন, নগরের হাওয়াপাড়ার মাহমুদ টাওয়ারকে ১ লাখ ৭২ হাজার ৬শ’ টাকা ও সুফিয়া খাতুনকে ২২ হাজার ৮শ’ ৪৬ টাকা পরিশোধ সাপেক্ষে নতুন করে পানির লাইনের অনুমতি প্রদান করা হয়।

অভিযানের সময় সিসিকের ওয়ার্ড কাউন্সিলর মো. আজম খান, নির্বাহী প্রকৌশলী মো: রুহুল আলম, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর