দুঃস্থদের মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের শীত বস্ত্র বিতরণ

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯

দুঃস্থদের মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের শীত বস্ত্র বিতরণ

শাহজালাল ইসলামী ব্যাংক লি: দরগা গেইট শাখার উদ্যোগে অসহায়, দুঃস্থ শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার ব্যাংক প্রাঙ্গণে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী দুঃস্থ শীতার্তদের হাতে শীতের কম্বল তোলে দেন।

শাহজালাল ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো: তোফায়েল ইয়াকুবের সভাপতিত্বে ও ডেপুটি ম্যানেজার স্বপ্না বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট শাখার ব্যবস্থাপক খুরশিদ আলম, সুবিদবাজার শাখার ব্যবস্থাপক মো: মোদাব্বির আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দুঃস্থদের কষ্টে রেখে বিত্তশালীরা আরাম আয়েশে দিন কাটালে চলবে না। সব সময় অসহায়-দুঃস্থদের পাশে থাকতে হবে এবং তাদের কল্যাণে কাজ করতে হবে। তিনি শাহজালাল ইসলামী ব্যাংক এ রকম একটি মহতি কাজ করার জন্য ব্যাংক কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে দরগা গেইট ব্যাংক শাখার সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর