কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধ : যুবক খুন

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৯

কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধ : যুবক খুন

নিজস্ব প্রতিবেদন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে এক যুবক খুন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার টিকাডহর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আফতাব মিয়া(৩৫) ওই গ্রামের আব্দুল জব্বারের পুত্র।

স্থানীয় সংবাদ সূত্র জানায়, বৃস্পতিবার সকাল ১০টার দিকে টিকাডহর গ্রামের আফতাব ও তার মামাতো ভাই ইকবালের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ইকবাল ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই আফতাবের মৃত্যু ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ইকবালকে গ্রেফতারে পুলিশের তল্লাশী অভিযান চলছে বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর