রোটারি ক্লাব অব সিলেট গ্রীন’র শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৯

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন’র শীতবস্ত্র বিতরণ

সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। সুবিধা বঞ্চিত মানুষেরা আমাদের সমাজেরই অংশ। তাদের জীবন মান উন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। কেননা, তাদের উন্নয়ন ছাড়া সমাজের উন্নয়ন কল্পনা করা যায়না। রোটারি ক্লাব অব সিলেট গ্রীন-এর উদ্যোগে অসহায় গরীব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে বক্তরা একথা বলেন।

বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেটের আম্বরখানায় উক্ত শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্রের মধ্যে ছিল সোয়েটার, জ্যাকেট, কম্বল এবং বালিশ।

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন-এর প্রেসিডেন্ট রোটারিয়ান আলী মেরাজ মোস্তাক এর সভাপতিত্বে ও ক্লাব ট্রেজারার মোঃ জোমান তারেক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাস্ট ডিস্ট্রিক্ট এসিসট্যান্ট গভর্নর রোটারিয়ান মোশারফ হোসেন জাহাঙ্গীর।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব আইপিপি আতাউর রহমান ভুঁইয়া, রোটারিয়ান কবির আহমেদ, মোঃ সুমন আহমেদ, কামরান আহমেদ মিঠু, ফয়সল আহমেদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর