ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৯
সিলেট এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ বলেছেন, শুধু শীত আসলেই শীতবস্ত্র বিতরণ করতে হবে তা নয়। দরিদ্র মানুষের পাশে আমাদেরকে সবসময় দাঁড়াতে হবে। তাদের খোঁজ খবর নিতে হবে। অন্ন, বস্ত্র ও বাসস্থানের জন্য সহযোগিতামুলক মনোভাব নিয়ে কাজ করতে হবে। আমদেরকে উদার হতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। দারিদ্রমুক্ত সমাজ গড়ে তুলতে কাজ করতে হবে।
মানুষের অধিকার রক্ষায় সচেষ্ট পরিবেশ ও মানবধিকার বাস্থবায়ন সংস্থা সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে গরীব ও অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার নগরের শাহী ঈদগাহস্থ জেএমজি কার্গোতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন শাহানের সভাতিত্বে ও সেক্রেটারী ময়নুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেমজি কার্গো এবং ব্যবস্থাপনা পরিচালক লোকমান আহমদ। সহ-সাংগঠনিক সম্পাদক নূর আহমদ মোর্শেদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে স¦াগত বক্তব্য রাখেন, সিনিয়র সহ সহভাপতি হাসান আহমদ।
অন্যানের মধ্যে আলোচনায় অংশ নেন, সহ সহভাপতি ইকবাল হোসেন, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক সেলিম হাসান, সহ সভাপতি পারভেজ আহমদ, অবিনাশ দাস অপু, সহ সাংগঠনিক সম্পাদক লোকমান আহমদ, সাহেদ আহমদ, অফিস সম্পাদক রিফাতুল ইসলাম, হাফিজ আহমদ মাছুম, ফাহাদ আহমদ, আব্দুর রকিব প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech