এসএমসিসিআই’র বর্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৯

এসএমসিসিআই’র বর্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এসএমসিসিআই) বার্ষিক সাধারণ সভা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

রোববার এসএমসিসিআই কনফারেন্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয় ও সভায় ২০১৮ সালের আয়-ব্যয়ের হিসাব এবং ২০১৯ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়।

এসএমসিসিআই’র সচিব মো: জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এসএমসিসিআই সভাপতি হাসিন আহমদ বলেন, এসএমসিসিআই প্রতিষ্ঠালগ্ন থেকে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করছে। অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ড ছাড়াও বিভিন্ন ব্যবসার উন্নয়নে সর্বদা নিয়োজিত রয়েছে। মেধা, বুদ্ধি, শ্রম ও মননশীলতা নিয়ে নিঃস্বার্থ দৃঢ় প্রত্যয়ে উন্নয়নের দিকে অগ্রসর হতে হবে। বর্তমান ব্যবসায়ীদের প্রত্যাশা বেশী, সেই অনুযায়ী প্রশিক্ষন কর্মসূচি গ্রহণ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন, সহ সভাপতি আব্দুল জব্বার জলিল, প্রক্তন সহ-সহভাপতি হুরায়রা ইফতার হোসেন, প্রাক্তন পরিচালক আফজাল রশীদ চৌধুরী, শফিউল আলম চৌধুরী, মাওলানা খায়রুল হোসেন, খলিলুর রহমান মাছুম, পরিচালক সমেয়াত নুরী চৌধুরী, মাহমুদ বকস্ রাজন, মাসুদ জামান, কাজী মকবুল হোসেন, রাজিব ভৌমিক, মোয়াম্মীর হোসন চৌধুরী, জহিরুল কবির চৌধূরী, জালাল উদ্দিন আহমদ, মাহবুবুর রহমান, মো:আব্দুল মতিন, মো: ইলিয়াছুর রহমান, সদস্য মো: আব্দুর রহমান রিপন, ইমরান আহমদ, হাসান ইমাম চৌধুরী, অজয় ধর, শেখর দে, মো: আতিকুর রহমান লাহিন, আবুল কাহের শাহীন, মনসুর আলী খাঁন, মো: সাইফুর রহমান, ফয়েজ আহমদ চৌধুরী, মো:জহির হোসেন, হাজী মো: ফারুক আহমদ, এম এ মঈন খাঁন বাবলু, আব্দুল্লাহ আল হারুন, হাজী সৈয়দ জাহিদ উদ্দিন, মো: আব্দুল কাদির, গোলাম রব্বানী ফারুক, অরুপ রায়, অজাইর আলম, আহসানুর রকীব চৌধুরী, মো:আব্দুল লতিফ রিপন, আব্দুল মুরসালীন, ওয়ালী উল্লাহ, মো:সফিউর রহমান, কন্তনু দত্ত।

এসএমসিসিআই সদস্য মো: আব্দুল কাদিরের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে শুরু হওয়া সভায় প্রতিষ্ঠাতা পরিচালক অনুপ কুমার দেব-এর বাবা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আশুতোষ দেব পরলোকগত ব্যবসায়ীদের স্মরণে নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শেষে রেফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজের আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর