ভ্রাম্যমাণ আদালতে নগরের ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৯

ভ্রাম্যমাণ আদালতে নগরের ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদন
সিলেট নগরের বন্দর বাজারে পাঁচ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকী, জেসমিন আক্তার ও ফারজানা আক্তার মিতার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে বন্দর বাজারের উজির শাহ স্টোরে মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকায় ৫ হাজার টাকা, চালের দাম বেশি রাখায় সিকন্দর আলী এন্ড সন্সকে ৩ হাজার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে শাহপরান রেস্টুরেন্টে ৫ হাজার, রাজধানী রেস্টুরেন্টকে ১৫ হাজার ও শাহি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহি ম্যাজিস্ট্রেটগণ জানান, বাজার নিয়ন্ত্রণ ও খাদ্যের মান নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর