ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেট নগরের সোবাহানীঘাট এলাকা থেকে ৪১০ পিস ইয়াবা জব্ধ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে চার যুবককে আটক করেছে।
রোববার রাত পৌনে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল ইয়াবা জব্ধ করে এবং হোটেল আল আবিদ এর সামন থেকে তাদের আটক করে।
আটকৃৃতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলাধীন আলীসারকুল গ্রামের মৃত মনোরঞ্জন দেবের ছেলে (বর্তমানে নগরের সোবাহানীঘাট, বাসা-বি-২) সন্দীপ দেব (২৯), মৌলভীবাজার সদর উপজেলার বিআইডিসি এলাকার মতিন মিয়ার ছেলে বাবুল আহমেদ তপু (৩২), রাঙ্গামাটির লংগদু উপজেলাধীন গাউছপুর গ্রামের (বর্তমানে নগরের সমতা-৪২, চালিবন্দর) আব্দুর রশিদের ছেলে মো. সোহেল মিয়া (২৫) ও ভৈরব থানাধীন ডেকেরচক এলাকার (বর্তমানে নগরের সোবাহানীঘাট) মো. সামিদ মিয়ার ছেলে মো. আল আমিন মিয়া (২৪)।
এসময় তাদের কাছ থেকে ৪১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান।
আটক ৪ জনকে পেশাদার মাদক ব্যবসায়ী উল্লেখ করে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান- উদ্ধারকৃত ইয়াবাসহ তাদেরকে সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech