মানব সেবায় বিত্তবানদের এগিয়ে আসা উচিত : মোস্তাক

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৯

মানব সেবায় বিত্তবানদের এগিয়ে আসা উচিত : মোস্তাক

রোটারী ক্লাব অব সিলেট গ্রীণ’র জানুয়ারী মাসের ৩৩তম প্রজেক্ট সম্পন্ন হয়েছে। মঙ্গলবার আম্বরখানায় ক্লাবের উদ্যোগে একটি অসহায় পরিবারকে তিন বস্তা চাল, ডাল, তেল, পিয়াজসহ ভুসিমাল সামগ্রী ও নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।

রোটারী ক্লাব অব সিলেট গ্রীণ’র সভাপতি রোটারিয়ান আলী মিরাজ মোস্তাকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ক্লাব আইপিপি আতাউর রহমান ভুইয়া, ক্লাব সেক্রেটারী হায়দার বক্স খান, ক্লাব ট্রেজারার মোঃ জোমান তারেক, ক্লাব সার্জেন্ট রোটারিয়ান কবির আহমেদ, রোটারিয়ান আক্তার হুসেন, রোটারিয়ান সোহরাব আলী, রোটারিয়ান কামরান আহমেদ মিঠু প্রমুখ।

সভাপতির বক্তব্যে রোটারিয়ান আলী মিরাজ মোস্তাক বলেন, মানব সেবায় সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসতে হবে। এ সমাজের অসহায় মানুষের কল্যাণে বিত্তবানরা নিবেদিত হলে সমাজে আর কোন অসহায় মানুষ থাকবে না। এদেশকে স্বনির্ভর ও উন্নত দেশ হিসেবে গড়তে হলে আমাদেরকে সর্বপ্রথম অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর